যেভাবে দেখবেন ১ লা জুলাইয়ের ইনক্রিমেন্ট/ Yearly increment:

১. প্রথমে অনলাইনে
বেতন নির্ধারণের এ সাইটে যান: https://www.payfixation.gov.bd/
২. এর পর নিচে লেখা
“পরবর্তী ধাপ: এ ক্লিক করুন।
৩. এর পর “আমি
প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি” তে ক্লিক করে “পরবর্তী ধাপ” এ ক্লিক করুন।
৪. এর পর “ইনক্রিমেন্ট”
লেখা বক্সে ক্লিক করুন।
৫. আগত ইনফরমেশন
বক্সের “হাঁ” এ ক্লিক করুন।
৬. এরপর
“সরকারি-বেসামরিক” লেখা বক্সে ক্লিক করুন।
৭. এর পর আপনার জন্য
প্রযোজ্য হিসাব রক্ষণ অফিস টিক দিয়ে “পরবর্তী ধাপ: এ ক্লিক করুন।
৮. আগত ইনফরমেশন
বক্সের “হাঁ” এ ক্লিক করুন।
৯. এরপর ফাঁকা স্থানে
আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর, ভেরিফিকেশন নম্বর ও ক্যাপচা(ইংরেজি
অক্ষরগুলো)পূরণ করে “নিচের “প্রবেশ করুন” বক্সে ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার
কাঙ্খিত বাৎসরিক ইনক্রিমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন।
কোন মন্তব্য নেই