ঘরে বসে শিখি | Ghore Bose Shikhi | Class -5 | Subject: Math | ভগ্নাংশের সাহায্যে গুণ
বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমিত হওয়া প্রাথমিক বিদ্যালয়সমূহ বন্ধ রয়েছে। এ ছুটিতে বাংলাদেশের সরকার কোমলমতি শিশুদের লেখাপড়ার ঘাটতি মেটাতে নিয়মিত বাংলাদেশের সংসদ টিভিতে প্রাথমিক শিক্ষার ‘ঘরে বসে শিখি’র ক্লাস চলছে। এ ক্লাসগুলো দেখতে হলে দরকার ঘরে বসে শিখির ক্লাস রুটিন- Ghore Bose Shikhi class Routine, বাংলাদেশ টেলিভিশনে যে সমস্ত ক্লাস চলছে তা হলো-ঘরে বসে শিখি class 5, ঘরে বসে শিখি class 4, ঘরে বসে শিখি class 3, ঘরে বসে শিখি class 2, ঘরে বসে শিখি class 1, এবং ঘরে বসে শিখি class Pre-One.
‘ঘরে বসে শিখি’ শীর্ষক কর্মসূচীর মাধ্যমে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক
শিক্ষার্থীদের জন্য সংসদ টেলিভিশনের
মাধ্যমে পাঠদান ৭ এপ্রিল, ২০২০ তারিখ থেকে সম্প্রচার শুরু হয়েছে। ‘ঘরে বসে শিখি’র ক্লাস রুটিন প্রাথমিক শিক্ষা
অধিদপ্তরের ফেইসবুক পেইজ ও অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।( Ghore Bose Shikhi )
প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টার
মধ্যে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে ৫ম শ্রেণি পর্যন্ত দেশের দক্ষ শিক্ষকের
মাধ্যমে ক্লাস প্রচার হচ্ছে।
ডিপিই প্রকাশিত রুটিন সংবলিত নোটিসে বলা হয়েছে, টেলিভিশনে
পাঠদানকারী শিক্ষক শ্রেণি পাঠ শেষে পাঠদানকৃত বিষয়ে বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীরা
প্রত্যেক বিষয়ের জন্য আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে ও
বিদ্যালয় খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের নিকট জমা দেবে।
এ প্রসঙ্গে প্রাথমিক
শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তিন
দিনের ক্লাস রুটিন প্রকাশ করেছি। টেলিভিশনের বাইরেও বিভিন্ন মাধ্যমে পাঠদানের
রেকর্ড প্রকা্শ করা হবে। টেলিভিশনে পাঠদানের পর শিক্ষকরা কোন্ কোন্ মাধ্যমে এটি
পাওয়া যাবে, সেটি জানিয়ে দেবেন।( Bose Shikhi class Routine)
তিনি আরও বলেন-প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থীদের পাঠদান
দেখার আহবান করছি। পাশাপাশি প্রাথমিকের সব শিক্ষককে এসব পাঠদান দেখার অনুরোধ করছি।
সম্মানীত দর্শক বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে
থাকুন।(Ghore
Bose Shikhi class-5)
আজকের ভিডিও ক্লাস:
শ্রেণি: ৫ম
বিষয়: গণিত
অধ্যায়: ৬
পাঠ্যাংশ: ভগ্নাংশের সাহায্যে গুণ
ক্লাসটি দেখতে নিচের ভিডিওতে ক্লিক করুন-
আরও দেখুন: ৫ম শ্রেণির ইংরেজি ক্লাসের ভিডিও।
নতুন পোষ্টের আপডেট পেতে “ফেজবুকপেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো
লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার
করে আপনার টাইমলাইনে রেখে দিন, ধন্যবাদ এতক্ষণ
সঙ্গে থাকবার জন্য।
কোন মন্তব্য নেই